এই দিনটিতে কানাডীয়রা তাদের ঘর, স্কুল, অফিস ও জনসমাগমস্থলে ২ মিনিটের নীরবতা পালন করে স্থানীয় সকাল ১১টায়—যুদ্ধবিরতির প্রতীকী সময়টিতে। অটোয়ার ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে রাজপরিবারের প্রতিনিধি, প্রধানমন্ত্রী, সামরিক বাহিনীর প্রধান ও সাধারণ মানুষ অংশ নেন শ্রদ্ধা নিবেদনে।